প্রশ্ন: আমাদের কি আল্লাহ এবং তাঁর রাসূলের বক্তব্যের চেয়ে অন্য কারো বক্তব্যকে প্রাধান্য দেওয়া উচিত? 
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
جودة الطباعة - ألوانجودة الطباعة - أسودملف نصّي
প্রশ্ন: আমাদের কি আল্লাহ এবং তাঁর রাসূলের বক্তব্যের চেয়ে অন্য কারো বক্তব্যকে প্রাধান্য দেওয়া উচিত?
العقيدة سؤال وجواب – هل نقدم قولا على قول الله ورسوله ؟
لا نقدم قولا على قول الله ورسوله
الدليل من القرآن الكريم
قال الله تعالى :
يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله
[الحجرات : 1]
الدليل من السنة النبوية
قال رسول الله صلى الله عليه وسلم :
لا طاعة في معصية الله ، إنما الطاعة في المعروف
متفق عليه واللفظ لمسلم
প্রশ্নোত্তরে আক্বীদা
প্রশ্ন: আমাদের কি আল্লাহ এবং তাঁর রাসূলের বক্তব্যের চেয়ে অন্য কারো বক্তব্যকে প্রাধান্য দেওয়া উচিত?
উত্তর: আমাদের আল্লাহ এবং তাঁর রাসূলের বক্তব্যের চেয়ে অন্য কারো বক্তব্যকে প্রাধান্য দেওয়া উচিত নয়।
পবিত্র কুরআন থেকে প্রমাণ
মহান আল্লাহ বলেছেন:
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রসর হয়ো না।
[আল-হুজুরাত: ১]
সুন্নাহ থেকে প্রমাণ
রাসূল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কারো কোন আনুগত্য চলবে না, বরং আনুগত্য কেবল আল্লাহর আনুগত্যের কাজেই।
(বুখারী, শব্দগুলো মুসলিম থেকে নেওয়া হয়েছে)