প্রশ্ন: কাফেরদের সাথে বন্ধুত্ব করা এবং তাদেরকে সাহায্য করা কি জায়েয? 
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
جودة الطباعة - ألوانجودة الطباعة - أسودملف نصّي
প্রশ্ন: কাফেরদের সাথে বন্ধুত্ব করা এবং তাদেরকে সাহায্য করা কি জায়েয?
العقيدة سؤال وجواب – هل تجوز موالاة الكفار ونصرتهم ؟
لا تجوز مولاة الكفار ونصرتهم
الدليل من القرآن الكريم
قال الله تعالى :
ومن يتولهم منكم فإنه منهم
[المائدة : 51]
الدليل من السنة النبوية
قال رسول الله صلى الله عليه وسلم :
ألا إن آل أبي (يعني فلانا) ليسوا لي بأولياء
رواه مسلم
لأنهم من الكفار
প্রশ্নোত্তরে আক্বীদা
প্রশ্ন: কাফেরদের সাথে বন্ধুত্ব করা এবং তাদেরকে সাহায্য করা কি জায়েয?
উত্তর: কাফেরদের সাথে বন্ধুত্ব করা কিংবা তাদেরকে সাহায্য করা জায়েয নয়।
পবিত্র কুরআন থেকে প্রমাণ
মহান আল্লাহ বলেছেন:
আর তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে (কাফেরদেরকে) বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে অবশ্যই তাদেরই একজন হিসিবে গণ্য হবে।
[আল-মায়িদাহ: ৫১]
সুন্নাহ থেকে প্রমাণ
রাসূল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
প্রকৃতপক্ষে, আমার বাবার পরিবার (অর্থাৎ অমুক) আমার অভিভাবক নয়। (মুসলিম)
কারণ, সে বা তারা কাফের।