প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
جودة الطباعة - ألوانجودة الطباعة - أسودملف نصّي
প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?
العقيدة سؤال وجواب – هل نستعين بالأحياء الحاضرين ؟
نعم، فيما يقدرون عليه
الدليل من القرآن الكريم
قال الله تعالى :
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان
[المائدة : 2]
الدليل من السنة النبوية
قال رسول الله صلى الله عليه وسلم :
والله في عون العبد ما كان العبد في عون أخيه
رواه مسلم
প্রশ্নোত্তরে আকীদাহ:
প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?
উত্তর: হ্যাঁ, উপস্থিত – জীবিত কোন ব্যক্তি যতটা সাহায্য কারার সক্ষমতা রাখে ততটা – আমরা তাদের কাছে সাহায্য চাইতে পারি।
পবিত্র কুরআন থেকে প্রমাণ:
মহান আল্লাহ বলেছেন:
সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না।
[আল মায়েদাহ: 2]
সুন্নাহ থেকে প্রমাণ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
আর আল্লাহ তাঁর বান্দার সহায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।
(সহীহ মুসলিম)