প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?

لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا

প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?
تنزيل الصورة :

جودة الطباعة - ألوانجودة الطباعة - أسودملف نصّي

প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?
العقيدة سؤال وجواب – هل نستعين بالأحياء الحاضرين ؟
نعم، فيما يقدرون عليه
الدليل من القرآن الكريم
قال الله تعالى :
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان
[المائدة : 2]
الدليل من السنة النبوية
قال رسول الله صلى الله عليه وسلم :
والله في عون العبد ما كان العبد في عون أخيه
رواه مسلم
প্রশ্নোত্তরে আকীদাহ:
প্রশ্ন: আমরা কি উপস্থিত এবং জীবিতদের কাছে সাহায্য চাইতে পারি?
উত্তর: হ্যাঁ, উপস্থিত – জীবিত কোন ব্যক্তি যতটা সাহায্য কারার সক্ষমতা রাখে ততটা – আমরা তাদের কাছে সাহায্য চাইতে পারি।

পবিত্র কুরআন থেকে প্রমাণ:
মহান আল্লাহ বলেছেন:
সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না।
[আল মায়েদাহ: 2]

সুন্নাহ থেকে প্রমাণ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
আর আল্লাহ তাঁর বান্দার সহায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।
(সহীহ মুসলিম)

45
بالضغط على هذا الزر .. سيتم نسخ النص إلى الحافظة .. حيث يمكنك مشاركته من خلال استعمال الأمر ـ " لصق " ـ
شارك :

error-img taf-img