প্রশ্ন: মহান আল্লাহ কি সত্তাগত ভাবে আমাদের সাথে আছেন না কি তাঁর জ্ঞান দ্বারা?
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
لمشاهدة الصورة بحجمها الأصلي اضغط هنا
جودة الطباعة - ألوانجودة الطباعة - أسودملف نصّي
প্রশ্ন: মহান আল্লাহ কি সত্তাগত ভাবে আমাদের সাথে আছেন না কি তাঁর জ্ঞান দ্বারা?
العقيدة سؤال وجواب – هل الله معنا بذاته أم بعلمه ؟
الله معنا بعلمه يسمعنا ويرانا
الدليل من القرآن الكريم
قال الله تعالى :
قال لا تخافا إنني معكما أسمع وأرى
[طه : 46]
أي بحفظي ونصري وتأييدي
الدليل من السنة النبوية
قال رسول الله صلى الله عليه وسلم :
إنكم تدعون سميعا قريبا ، وهو معكم
متفق عليه
أي : بعلمه يسمعكم ويراكم
প্রশ্নোত্তরে আকীদাহ:
প্রশ্ন: মহান আল্লাহ কি সত্তাগত ভাবে আমাদের সাথে আছেন না কি তাঁর জ্ঞান দ্বারা?
উত্তর: মহান আল্লাহ আমাদের সাথে আছেন তাঁর জ্ঞান দ্বারা; সত্তাগত ভাবে নয়। অর্থ্যাৎ তিনি আমাদেরকে শোনেন এবং দেখেন।
পবিত্র কুরআন থেকে প্রমাণ:
মহান আল্লাহ বলেছেন:
“তিনি বললেন, ‘তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, আমি (সব কিছু) শুনছি আর দেখছি।”
[তাহা: 46]
অর্থাৎ আমার সুরক্ষা, সাহায্য ও সমর্থনের দ্বারা আমি তোমাদের আছি।
সুন্নাহ থেকে প্রমাণ:
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
তোমরা কোনো বধির ও অনুপস্থিতকে ডাকছ না। তিনি তোমাদের সঙ্গেই রয়েছেন। তিনি সর্বশ্রোতা ও নিকটবর্তী।
(বুখারী-মুসলিম)
অর্থাৎ: তাঁর জ্ঞানের দ্বারা সঙ্গেই রয়েছেন, তিনি আপনাকে শোনেন এবং দেখেন।